১২ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২ ফেব্রুয়ারি, বুধবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথমস্থানে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। এ দিন এ ইউনিটের দর বেড়েছে ১৪.১৩ শতাংশ বা ১.৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার দর বেড়েছে ৮.৭১ শতাংশ বা ১৭.৪ টাকা, লিনডে বিডির ৬.১৬ শতাংশ বা ৫০.৬ টাকা, প্রিমিয়ার ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৯১ শতাংশ বা ০.৩ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪.৮৬ শতাংশ বা ১৫.৯ টাকা, এপেক্স ট্যানারির ৪.৫১ শতাংশ বা ৭.৩ টাকা, বাটা সু’র ৪.৫১ শতাংশ বা ৩৭.১ টাকা, এইচআর টেক্সটাইলের ৩.৬৭ শতাংশ বা ১.৪ টাকা, রূপালী লাইফের ৩.৩৯ শতাংশ বা ৩.৪ টাকা এবং অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার দর বেড়েছে ৩.৩৫ শতাংশ বা ৬.৫ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)