দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর বুধবার থেকে আবারও তিন দিন বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর বন্ধ থাকার কারণে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতের সিঅ্যান্ডএফ এজেন্টের সভাপতি অশোক কুমার মন্ডল এক বার্তায় জানায়, ভারতের হিলি স্থলবন্দরের শূন্যরেখা থেকে অর্ধেক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা হওয়ায় পণ্য বোঝাই গাড়ি চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই সড়কটি সংস্কার করতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে মর্মে ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এমআইআর/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)