বরিশাল সংবাদদাতা : উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হলেও নিয়ম উপেক্ষা করে দলীয় ব্যানারেই নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষিত হচ্ছে।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের দলীয় প্রার্থীদের নাম ঘটা করে প্রকাশ করছে। এর ধারবাহিকতায় বুধবার বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হলো হিজলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। সভায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষিত হয়।

বরিশাল-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ সভায় হিজলা উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান সুলতান মাহামুদ টিপুকে চেয়ারম্যান পদে, পন্ডিত মো. শাহাবুদ্দিন আহম্মেদ ও নাজমা বেগমকে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন।

দলীয় মনোনয়নের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র আব্দুস সোবাহান বলেন, বিএনপির জনপ্রিয়তা যাচাই ও সরকারের প্রতি মানুষের কতটুকু আস্থা আছে এ জন্য আমরা নির্বাচন করছি। যেহেতু বিএনপির নেতা-কর্মীরা নির্বাচন করছেন তাই আমরা তাদের দলীয়ভাবে সমর্থন করছি।

জেলা রিটানিং ও নির্বাচন অফিসার বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলে এখানে দলীয় মনোনয়ন দেওয়ার কোন বিধান নেই। এরপরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে অপারগতার কথা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ১২, ২০১৪)