‘রওশন আলী ছিলেন বাংলার নবজাগরণের সারথী’
দ্য রিপোর্ট প্রতিবেদক : মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম সারথী। সাংবাদিকতা ও সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি জাগরণের গান গেয়েছেন।
অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে বুধবার বিকেলে ‘মোহাম্মদ রওশন আলী চৌধুরী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসরাইল খান। আলোচনায় অংশগ্রহণ করেন সাখাওয়াত আলী খান, শফিউল আলম এবং রহমান হাবিব। সভাপতিত্ব করেন ড. মনিরুজ্জামান।
প্রাবন্ধিক ইসরাইল খান বলেন, ‘তার সম্পাদিত কোহিনূর পত্রিকা বাংলা সাময়িকপত্রের ইতিহাসে এক অনন্য সৃষ্টি। বিস্মৃতির অতল থেকে তাকে উদ্ধার করে বাংলা একাডেমি আমাদের ধন্যবাদার্হ হয়েছেন।’
আলোচকবৃন্দ বলেন, ‘মোহাম্মদ রওশন আলী চৌধুরী ছিলেন বাঙালি মুসলমানের এক বিরল রেনেসাঁস পুরুষ। সাংবাদিকতা ও সাহিত্যকর্মের মধ্য দিয়ে তিনি মূলত জ্ঞানসাধনার উদ্বোধন কামনা করেছেন। সমকালীন সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে তিনি যে উদার-অসাম্প্রদায়িক চিন্তা চর্চা করেছেন তা সত্যিই বিস্ময়কর। মাতৃভাষা বাংলার পক্ষে তার দৃঢ় অবস্থান তার প্রগাঢ় দেশপ্রেম ও প্রাগ্রসর দৃষ্টিভঙ্গিরই পরিচয়বহ।’
সভাপতির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, ‘মোহাম্মদ রওশন আলী চৌধুরী তার সম্পাদিত পত্রিকার মধ্য দিয়ে একটি নির্বাচিত লেখকগোষ্ঠী তৈরি করেছেন, যারা নারীজাগরণ ও সমাজ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার রচনাসমূহের একটি সুনির্বাচিত সংকলন প্রকাশ এবং তাকে নিয়ে বিস্তারিত গবেষণার মধ্য দিয়ে বাঙালি মুসলমানের উদারনৈতিক অভিযাত্রার অভিমুখ আবিষ্কার করা সম্ভব হবে।
(দ্য রিপোর্ট/এমএ/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)