নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর হরিপদ মন্ডল হত্যা মামলার প্রধান আসামি সুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। উপজেলার বাগডোব গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাদিরা সুলতানার আদালতে বিকেলে তাকে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়। জবানবন্দীতে তিনি হরিপদ মন্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার কথা স্বীকার করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রতকে আটক এবং ১৬৪ ধারায় তার জবানবন্দী দেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি শনিবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার বাকডোব মন্ডলপাড়া এলাকায় হরিপদ মন্ডলের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হরিপদ এবং তার স্ত্রী বিশাখা রানীকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হরিপদ মন্ডল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রাতেই বিশাখা রানীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএআর/ফেব্রুয়ারি ১২, ২০১৪)