তাহমিনা কোরাইশীর ‘অহল্যা যামিনী’
দ্য রিপোর্ট প্রতিবেদক : তাহমিনা কোরাইশী ইতোমধ্যে সাহিত্যাঙ্গনে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিমান বাহিনীতে চাকরি করে তার অনেকটা সময় কাটিয়েছেন বিশ্ব ভ্রমণে। ফাঁকে ফাঁকে কাব্য, ছড়া, গল্প, শিশুতোষ ছড়াসহ তার মোট ২৪টি বই প্রকাশিত হয়েছে।
এবারের অমর একুশে বইমেলায় তাহমিনা কোরাইশীর ‘অহল্যা যামিনী’ বইটি প্রকাশিত হয়েছে। ‘পারিজাত প্রকাশনী’ থেকে বের হওয়া এই বইটির প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল।
বইটি সম্পর্কে জানতে চাইলে তাহমিনা কোরাইশী জানান, আমার এই বইটিতে মোট আটটি গল্প আছে। গল্পগুলো নারীদের নিয়ে লেখা হয়েছে। নারীরা দীর্ঘকালের বিশ্বাস ও বিকাশকে হারিয়ে অচেনা-অসুন্দর পথে যেতে বাধ্য হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজে ফাঁদ পাতা রয়েছে নারীদের যাবতীয় অগ্রযাত্রাকে থামিয়ে দিতে। তাই নারীদের সচেতনতাকে কেন্দ্র করে আমার এই বই।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন- আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন পদক, নবকল্লোল সাহিত্য সম্মাননা, জসীম উদ্দীন স্বর্ণপদক (ফরিদপুর), বাংলাদেশ কবিতা সংসদ কর্তৃক ‘বাংলা সাহিত্য পদক’ (পাবনা) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী পুরস্কার (সিরাজগঞ্জ)।
(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)