ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার বংকুড়া গ্রামে যৌতুকের জন্য ঘুমন্ত অবস্থায় গায়ে কেরোসিন দিয়ে আগুনে ঝলসানো খাদিজা বেগম (৩২) অবশেষে মারা গেলেন।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের এসডিওর ৫নং বেডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি। খাদিজা নওয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়নাতদন্ত শেষে ঝালকাঠির গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন গৃহবধূর নিকট আত্মীয় আবুল কালাম আজাদ।

তিনি জানান, আগুন দেওয়ার ওই ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতা মিজানুর রহমানের মেয়ে জামাই দেলোয়ার শরীফ এখন পর্যন্ত গ্রেফাতার হয়নি। মামলায় তাকে পুলিশ আসামিও করেনি। উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বংকুড়া গ্রামে ঘুমন্ত অবস্থায় খাদিজা বেগমের গায়ে আগুন দেয় তার স্বামীসহ শশুর বাড়ির লোকজন। প্রাণ রক্ষায় তিনি পুকুরের পানিতে ঝাঁপ দেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতলে নিয়ে যায়।

তিন বছর আগে ফরিদ হোসেনের (২৮) সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করা হত। এমনকি তাকে বাবার বাড়িতেও যেতে দেওয়া হত না।

ওই ঘটনায় পুলিশ গভীর রাতে স্বামী ফরিদ হোসেন ও ভাসুর মিজানুর রহমানকে আটক করে। গৃহবধূ খাদিজাকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেবাচিমে চিকিৎসা দিয়ে গভীর রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই ঘটনার পরদিন গৃহবধূর বাবা নজরুল ইসলাম ঝালকাঠি সদর থানায় স্বামীসহ তিনজনকে আসামি করে নারী নির্যাতন মামলা দায়ের করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, খাদিজার শরীর প্রায় ৬৫-৭০ শতাংশ পুড়ে যায়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিলামনি চাকমা জানান, ওই ঘটনায় স্বামী ও তার বড় ভাই গ্রেফাতার আছেন।

(দ্য রিপোর্ট/আরকে/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)