দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হবে বসন্তবরণ উৎসব ও বসন্ত মেলা।

প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং বিভিন্ন খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বসন্ত মেলা। এতে মেহেদী উৎসব, নাগরদোলা, বায়োস্কোপ, বাদর খেলা, রম্য যাত্রা, পুঁথি পাঠ, বেলুন শুটিংসহ বহু আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফানুস উড়িয়ে রাতে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)