বরিশাল সংবাদদাতা : বরিশালের কীর্তনখোলা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদফতর। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

বরিশাল জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে জাটকা নিধন চলছে- এমন সংবাদ পেয়ে তারা ভাসানচর ও হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা কারেন্ট জালের বাজার মূল্য ২০ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের উপস্থিতিতে সন্ধ্যায় জাল পোড়ানো হয়।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)