বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের চার উপজেলায় ৩৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ প্রার্থী রয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান জেলা রিটানিং অফিসার ইসরাত জামান বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

নির্বাচন অফিস ও দলীয় সূত্র জানায়, লামা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইসমাইল কাপ-পিরিচ, বিএনপির প্রার্থী সেতারা বেগম আনারস, থোয়াইনু অং চৌধুরী মোটরসাইকেল, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু মূছা দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আবু তাহের চশমা, মহিলা প্রার্থী জাহানারা বেগম কলস, বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তফা জামাল তালা ও শারাবান তহুরা ত্রিপুরা ফুটবল প্রতীক পেয়েছেন।

রোয়াংছড়ি উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চহাই মং মারমা চিংড়ি মাছ, বিএনপি সমর্থিত জনসংহতি সমিতি প্রার্থী ক্যবা মং মারমা আনারস, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আথুই মং মারমা তালা, মহিলা প্রার্থী মিলি মারমা পদ্ম ফুল, বিএনপির প্রার্থী ক্যসাইনু মারমা টিউবওয়েল ও মহিলা প্রার্থী মাউসাং মারমা সেলাই মেশিন প্রতীক পেয়েছেন।

রুমা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট বাচিং থোয়াই হেলিকপ্টার, বিএনপি সমর্থিত জনসংহতি সমিতির প্রার্থী অংথোয়াই চিং মারমা আনারস, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিংথোয়াই মারমা টেলিফোন, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী জিংসমলিয়ান বম চশমা, জনসংহতি সমিতির প্রার্থী ক্যহ্লা মারমা তালা, ইটেন ত্রিপুরা উড়োজাহাজ, খয়চ্যং ম্রো টিয়া পাখি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জিংএং ময় বম ফুটবল, উম্যাসিং মারমা প্রজাপতি ও আরতি ত্রিপুরা পদ্ম ফুল প্রতীক পেয়েছেন।

থানছি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী থোয়াই হ্লা মং মারমা আনারস, বিএনপি প্রার্থী খামলাই ম্রো ঘোড়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ক্যহ্লাচিং মারমা হেলিকপ্টার, অলসেন ত্রিপুরা চিংড়ি মাছ, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অনীল ত্রিপুরা তালা, চসাথোয়াই মারমা চশমা, নুমং প্রু মারমা উড়োজাহাজ, রোয়াল রেম বম টিয়া পাখি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী হাবৈরং ত্রিপুরা কলস, বকুলী মারমা সেলাই মেশিন ও কতং ম্রো পদ্ম ফুল প্রতীক পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/সা/ফেব্রুয়ারি ১২, ২০১৪)