কক্সবাজার প্রতিনিধি : উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার ৫২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতীক পান।

উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার কক্সবাজার জেলার তিন উপজেলার ১৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ছয়জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন দুজন।

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি চকরিয়া, পেকুয়ায় এবং ১ মার্চ মহেশখালী উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এসএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১২, ২০১৪)