৬৫ তালেবানকে মুক্তি দেবে আফগানিস্তান
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের সরকার মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ সত্ত্বেও তারা ৬৫ জন তালেবান বন্দিকে মুক্তি দেবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ওই বন্দিরা ন্যাটো ও আফগান বাহিনীর জন্য মারাত্মক নিরাপত্তা হুমকির কারণ। খবর আলজাজিরার।
এর আগে গত ৯ জানুয়ারি আফগান সরকার ঘোষণা দিয়েছিল, তারা কাবুলের কুখ্যাত বাগরাম কারাগার থেকে ৭২ বন্দিকে মুক্তি দেবে। কারণ, ওই বন্দিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই। সে সময় যুক্তরাষ্ট্র ওই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছিল।
বন্দিদের বিরুদ্ধে আনীত অভিযোগের পর্যালোচনায় নিযুক্ত সরকারের প্রতিনিধি দলের সদস্য আব্দুস শুকুর দারদাস জানান, ‘কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখেছিল বাগরাম কারাগারের ৮৮ জন বন্দির মধ্যে ৭২ জনের বিরুদ্ধেই কোনো সাক্ষ্য-প্রমাণ নেই। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হওয়ায় আমরা পুনরায় পর্যালোচনা করে ৬৫ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী সপ্তাহের শুরুতেই ওই বন্দিদের মুক্তি দেওয়া হতে পারে।
এদিকে, ওয়াশিংটনে মার্কিন সামরিক সদর দফতর পেন্টাগনের এক মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন বলেন, ‘যদি মুক্তি পাওয়া ওই বন্দিরা আমাদের নিরাপত্তার প্রতি পুনরায় হুমকি হয়ে দেখা দেয়, তাহলে আমাদের সেনারা তাদের হত্যা বা আটক করার জন্য প্রস্তুত থাকবে।’
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)