বগুড়া সংবাদদাতা : সারাদেশের ১০২টি উপজেলার মতো বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। ঘনিয়ে আসছে নির্বাচনের দিন। জয়ের মালা গলায় নিতে প্রতিশ্রুতির ডালি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির (মোটরসাইকেল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শাম্পো (আনারস প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির (টিউবওয়েল প্রতীক), সাবেক সংসদ সদস্য ডা. হাবিবুর রহমানের ছেলে বিএনপি নেতা একেএম শাকিল রেজা বাবলা (তালা প্রতীক), উপজেলা জামায়াতের নায়েবে আমির বর্তমান ভাইস চেয়ারম্যান এনামুল হক মণ্ডল (উড়োজাহাজ প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রেজিয়া আমান (পদ্মফুল প্রতীক), বিএনপি সমর্থিত প্রার্থী রঞ্জনা খান (সেলাই মেশিন প্রতীক), স্বতন্ত্র প্রার্থী পারভীন আক্তার (কলস প্রতীক), জামায়াত সমর্থিত প্রার্থী লতা খাতুন (হাঁস প্রতীক)।

চেয়ারম্যান পদে সরকারদলীয় প্রার্থী জিয়াউল করিম শ্যাম্পো বলেন, ‘জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেছি। আশা করি, আরও উন্নয়নের জন্য জনগণ আমাকে ভোট দেবেন।’

অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে পৌর প্রশাসক হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আশা করি, জয়ের মালা আমিই পাব।’

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩০ হাজার ৩৪৪ জন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৪৯ জন প্রিসাইডিং অফিসার, ৪১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৮০২ জন পোলিং অফিসার।

(দ্য রিপোর্ট/এএইচ/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)