আফগানিস্তানে ‘অভ্যন্তরীণ’ হামলায় দুই মার্কিন সেনা নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে অভ্যন্তরীণ হামলায় দুই মার্কিন সেনা নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
আফগান সেনাবাহিনীর পোশাক পরে একদল বন্দুকধারী এ হামলা চালায়।
রাজধানী কাবুল থেকে উত্তরে কাপিসা প্রদেশে বুধবার এ হামলার ঘটেছে বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
ন্যাটো নেতৃত্বাধীন যৌথবাহিনী দুই বিদেশি সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করলেও তাদের জাতীয়তা সম্পর্কে জানায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা মার্কিন নাগরিক। এই হামলায় চারজন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানান তারা।
এ বছর আফগানিস্তানে এই প্রথম ‘অভ্যন্তরীণ’ হামলার ঘটনা ঘটেছে। গত বছর ১০টি ‘অভ্যন্তরীণ’ হামলার ঘটনা ঘটেছিল। ওইসব হামলায় ইসাফের (বহুজাতিক বাহিনী) অন্তত ১৫ সদস্য নিহত হয়েছিল। (সূত্র : রয়টার্স)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)