বরিশাল সংবাদদাতা : জেলার কীর্তনখোলা নদীতে বুধবার রাতে অভিযান চালিয়ে ৭০ মণ জাটকা ও দুটি ট্রলারসহ পাঁচ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। পরে বৃহস্পতিবার সকাল ১০টায় এই মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস দ্য রিপোর্টকে জানান, কোস্টগার্ড কীর্তনখোলা নদীতে রাতে অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ ৭০ মণ জাটকা মাছ আটক করে। এ সময় পাঁচ মাঝিকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)