হিটলার-ফেসবুক-র্যাম্বো, শিশুর যে নাম রাখতে মানা!
দ্য রিপোর্ট ডেস্ক : নতুন শিশু জন্ম নেওয়ার পর কিংবা ক্ষেত্র বিশেষে আগে থেকেই শুরু হয় নাম রাখা নিয়ে চিন্তা। মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের সোনোরা প্রদেশে কর্তৃপক্ষ দিয়েছে নামের ক্ষেত্রে একটি নিষিদ্ধ তালিকা।
ওই প্রদেশটিতে সন্তানের নাম রাখার ক্ষেত্রে মা-বাবাকে ওই তালিকায় থাকা ৬১টি নাম বাদ দিয়ে রাখতে হবে।
ওই নিষিদ্ধের তালিকায় আছে টুইটার, ইয়াহু কিংবা ফেসবুকের মতো প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত নাম। এ ছাড়া ফিকশন চরিত্র হ্যারি পটার, জেমস বন্ড ও র্যাম্বো এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত টার্মও ঠাঁই পেয়েছে এ নিষিদ্ধের তালিকায়।
ভার্জিন, হিটলার, ইমেইল, বার্গার কিং, ক্রিস্টমাস ডে, রোবোকপ কিংবা রোলিং স্টোনের মতো নামও রাখা যাবে না সোনোরা প্রদেশে সদ্য জন্ম নেওয়া শিশুদের।
এ ব্যাপারে সোনোরা সিভিল রেজিস্ট্রির পরিচালক ক্রিস্টিনা রামিরাজ বলেন, ‘শিশুদের রক্ষার জন্যই এ তালিকা করা হয়েছে। নামের কারণে কোনো শিশুর স্কুলজীবন বিভীষিকাময় হোক, তা আমরা চাই না।’
পরবর্তী সময়ে এ তালিকায় আরো নাম যোগ হতে পারে বলে জানান ক্রিস্টিনা। (সূত্র : রয়টার্স)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)