দ্য রিপোর্ট ডেস্ক : লিওনেল মেসির হাত ধরে কোপা দেল রে’র ফাইনালে উঠেছে বার্সেলোনা। তবে রোমাঞ্চকর ফাইনাল অপেক্ষা করছে ন্যু ক্যাম্পের বীর খেলোয়াড়দের জন্য। স্পেনের ঐতিহ্যবাহী দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে তাদের। বাড়তি ‘এল ক্লাসিকো’ দেখার সুযোগ পেয়েছে ফুটবল রোমান্টিকরা। রাতে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। তবে ২ লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটেছে গেরার্দো মার্তিনোর দুরন্ত বাহিনী।

এই ম্যাচে বার্সেলোনা ২৭ মিনিটে মেসির গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে সমতায় ফিরেছে রিয়াল সোসিয়েদাদ অ্যান্তোনে গ্রিজম্যানের গোলে। উল্লেখ্য, ১৯ এপ্রিল কোপা দেল রে’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইনজুরি থেকে ফিরেই প্রতিপক্ষের জালে বল পাঠাচ্ছেন মেসি। গত রবিবার সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এই ম্যাচে একক প্রচেষ্টায় গোল করেছেন ৪ বার ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার জেতা মেসি।

দল ফাইনালে উঠায় দারুণ খুশি বার্সা কোচ মার্তিনো । কারণ কোচ হয়ে আসার পর প্রথম ফাইনাল বলে কথা। তবে জয়ের প্রত্যয় রয়েছে তার। মার্তিনো বলেছেন, ‘আমরা এখন চেষ্টা করব জয় পেতে (ফাইনাল প্রসঙ্গে)। তবে এখনই কোনো কিছু বিচার করা কঠিন কারণ ফাইনাল এখনও ২ মাস দূরে। এখন গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ রয়েছে। তবে এটা ক্লাসিকো তাই গুরুত্ব রয়েছে।’

বার্সেলোনা নু ক্যাম্পে প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল। ফিরতি লেগে মার্তিনো কোনো ঝুঁকি নিতে চাননি। তাই সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন। ফলে স্বাগতিক সোসিয়েদাদ সুবিধা করতে পারেনি।

এদিকে মাইলফলক ছুঁয়েছেন মেসি। বার্সেলোনার হয়ে তার গোল সংখ্যা এখন ৩৩৫। তেলমো জারাও সমসংখ্যক গোল করেছিলেন। স্প্যানিশ ক্লাবে এত গোল কোনো খেলোয়াড় এখনও করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)