দিনাজপুর সংবাদদাতা : যৌথবাহিনী বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে। আটকদের মধ্যে বিএনপির ৬ ও জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী রয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নাশকতা কর্মকাণ্ড এড়াতে লাগাতার অভিযানের অংশ হিসেবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)