রাজশাহী সংবাদদাতা : জানালার গ্রিল কেটে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভা এলাকার জনতা ব্যাংক শাখায় চুরি চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু দ্য রিপোর্টকে বলেন, বুধবার রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের পেছনের একটি জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় গ্রিল কাটার শব্দ পেয়ে বাংকের নৈশপ্রহরী সাজেদুর রহমান চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই জানালার সানসেটের ওপর থেকে একটি খেলনা পিস্তল, একটি ধারালো ছোরা ও এক টুকরা দড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সমিত কুমার।

ব্যাংকের ব্যবস্থাপক জামাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল কাটার চেষ্টা করেছে। তবে তারা ব্যাংকের ভেতরে ঢুকতে পারেনি। খবর পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)