দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কমলাপুর, উত্তরা, মিরপুর থেকে বুধবার রাতের বিভিন্ন সময় ও বৃহস্পতিবার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কমলাপুর গোরস্থানের পাশে অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

আকাশী রঙের চেকশার্ট ও জিন্স প্যান্ট পরিহিত এ যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম মোল্লা জানান, বুধবার রাত আড়াইটার দিকে ১০ নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ২৮ নম্বর বাসায় চুরি করতে যায় অজ্ঞাত যুবক। এ সময় তাকে স্থানীয় লোকজন দেখে ফেলে। পাশের ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

নীল রঙের চেক শার্ট ও সাদাকালো চেক লুঙ্গি পরিহিতি এ যুবকের বয়স আনুমানিক ২৬ বছর।

এদিকে মিরপুর থানা পুলিশ সুজন মিয়া (১৪) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে।

থানার উপ-পরিদর্শক শাহ জালাল আলম জানান, সুজন মিরপুরে শাহআলী পোলট্রি ফার্মের কর্মচারী। বুধবার রাত ২টার দিকে ফার্মে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়।

সুজনের বাড়ি চাঁদপুরের হারশচর থানার আখনকান্দি গ্রামে, বাবার নাম দাদন মিয়া। মিরপুরে ভাড়াবাসায় থাকত সে।

পুলিশ তিনজনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/ইইউ/একে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)