বরিশাল সংবাদদাতা : বরিশালের বাকেরগঞ্জের বারো আউলিয়ার মাজারের সামনে বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. জামাল হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। এ সময় ১০ জন আহত হন।

আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামে। তার পিতার নাম হায়দার আলী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম পিপিএম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. সেলিম হাওলাদার জানান, দুপুর সোয়া ১২টায় বরিশাল থেকে পটুয়াখালীগামী মাইক্রোবাসের সঙ্গে বরিশাল থেকে যাওয়া মহিন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড-০৪-৮৯৬) নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক মো. জামাল হোসেন নিহত হন।

(দ্য রিপোর্ট/বিএস/এমএইচও/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)