ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন, শ্বশুর আটক
ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুরে গৃহবধূ পলিকে (২৪) কুপিয়ে হত্যা করেছে স্বামী সুমন। পলির মৃতদেহ নিয়ে বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসে করে পালানোর সময় দিনাজপুরের কবিরাজহাট থেকে নিহতের শ্বশুর খোকা শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মৃতদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও থানা পুলিশ।
নিহত পলি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কালিয়াপাড়া গ্রামের বকুল মিয়ার মেয়ে।
ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী সুমন ছুরিকাঘাতে পলিকে হত্যা করে। এ ঘটনার পর স্বামী সুমন পালিয়ে যায়। শ্বশুরকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)