নাটোরে এক যুবকের মৃতদেহ উদ্ধার
নাটোর সংবাদদাতা : জেলার বড়াইগ্রামের খলিশাডাঙ্গা নদীর পাড় থেকে জহুরুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। জহুরুল ইসলাম উপজেলার সাঁতইল গ্রামের জুলহাসের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ ইব্রাহীম জানান, বুধবার রাতে জহুরুল নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীর পাড়ে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার জাল ফেলার সময় পা পিছলে নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)