যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলীকে পুলিশ গ্রেফতার করেছে। চৌগাছা পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দ্য রিপোর্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার পুড়াপাড়ায় ২০১৩ সালের ২৬ অক্টোবর একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ইউনুস আলী চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বলেন- ইউনুস আলী উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রধান এজেন্ট। আগামী উপজেলা নির্বাচনে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের প্রার্থীর পক্ষে লোকজন নেই। পুলিশই তার একমাত্র ভরসা। সে কারণে পুলিশ এই ধরনের কর্মকাণ্ডে বেশি উৎসাহ দেখাচ্ছে।

বিএনপি নেতার এ অভিযোগ সম্বন্ধে বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এসএম হাবিবুর রহমান ফোন রিসিভ করেননি।

(দ্য রিপোর্ট/একে/এমএইচও/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)