দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘উপজেলা নির্বাচনে আসার জন্য বিএনপিকে আগে কৈফিয়ত দিতে হবে- কেন তারা জাতীয় নির্বাচনে অংশ নেননি’- বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন না করার জন্যই বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। তবে এতে কোনো কাজই হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি আজকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশকে সংবিধান থেকে বাইরে রাখার জন্যই তারা ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তারা দেশের বন্ধু হতে পারে না।

এ ছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা সরকারের জন্যই আজ ২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিকভাবে পালিত হচ্ছে। তার জন্যই আজ বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী মুজিবুল হক, তরুণ লেখক সেলিম রেজা, সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)