মুন্সীগঞ্জ সংবাদদাতা : জেলা সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকার পরিত্যক্ত একটি জমি থেকে নিজাম মিয়া (২৪) নামের এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পৌরসভার বিনোদপুর এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিজাম পটুয়াখালী সদরের মৌরান গ্রামের আবুল হোসেনের ছেলে। বিনোদপুরে লতিফ মেম্বারের বাড়িতে ভাড়া থেকে তিনি দিনমজুরের কাজ করত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুর্বৃত্তরা বুধবার রাতের কোনো একসময় পিটিয়ে তাকে হত্যা করে। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/এমডি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)