‘২০৪১ সালের মধ্যে বিশ্বে ধনী দেশ হবে বাংলাদেশ’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বিশ্বের ধনী দেশের একটি হবে বাংলাদেশ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ধনী দেশ হিসেবে নিজের অবস্থান করে নেবে।
তিনি বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছেন এবং সুখ্যাতি নিয়ে কাজ করছেন, যা কিনা বিশ্বে আমাদের বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না, সর্বক্ষেত্রেই উন্নতি করবে। ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলব। সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)