নাটোর প্রতিনিধি : ‘ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত’ এই বসন্তকে বরণ করে নিতে নাটোরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

নাটোর এনএস সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে এ শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোরের রানী ভবানী রাজবাড়ি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)