মাগুরা প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে মর্টারশেল বিস্ফোরণে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ খানের দাফন মাগুরায় সম্পন্ন হয়েছে।

স্থানীয় পারলা স্কুল মাঠে বৃহস্পবিার বেলা সাড়ে ১১টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মাগুরা পৌর কবরস্থানে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিহত পারভেজের মৃতদেহ মাগুরা স্টেডিয়ামে এসে পৌঁছায়। যশোর সেনানিবাসের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর তাকবীর মৃতদেহ গ্রহণ করেন। সেখান থেকে তার মৃতদেহ পারলায় গ্রামের বাড়িতে পৌঁছায়।

এর আগে বুধবার রাতে রাজেন্দ্রপুর থেকে তার স্ত্রী রেকসোনা, ছেলে প্রান্ত ও মেয়ে ছোঁয়া মাগুরা এসে পৌঁছান।

নিহত পারভেজ পারলা গ্রামের হাফিজ খাঁনের ছেলে। তিনি ১৯৮৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ ২৬ বছরের চাকরি জীবনে দক্ষতার সঙ্গে মর্টার কোর্চ-৩৬ শেষ করে ওয়ারেন্ট অফিসার হিসেবে ঢাকা সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন।

টাঙ্গাইলে বিজিবির প্রশিক্ষণ দেওয়ার সময় বুধবার সকালে মর্টারসেল বিস্ফোরণে তিনি নিহত হন।

(দ্য রিপোর্ট/এসএইচএস/এমএইচও/কেএন/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)