কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকায় কুঠিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে ২০টি ঘর পুড়ে যায়। ক্ষতির পরিমাণ ১০-১৫ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এএস/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)