দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গোপসাগরের বুকে ড্রাইভ করতে যাচ্ছেন বিশ্ববরেণ্য স্কুবা ড্রাইভার কারিন বি সিনিজার।

১৫-১৬ ফেব্রুয়ারি তিনি সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পয়েন্টে ঘুরবেন।

সিনিজার বুধবার বাংলাদেশে এসেছেন। বঙ্গোপসাগরে তার সঙ্গী হবেন ওসেনিক স্কুবা সেন্টারের কর্ণধার এস এম আতিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে পল্টন মোড়ে অলিম্পিয়া প্যালেসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব কথা জানান ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন)।

নির্বাহী পরিচালক আরজু মোহাম্মদ জানান, বিশ্বখ্যাত ড্রাইভার হিসেবে কারিনের সফর বঙ্গোপসাগরে প্রাণবৈচিত্র ও সমুদ্র সম্পদ সুরক্ষায় সচেতনতা তৈরিতে গুরুত্বপুর্ণ অবদান রাখবে। পাশাপাশি অ্যাডভেঞ্জার স্পোর্টস হিসেবে দেশে স্কুবা ড্রাইভিংয়ের সম্প্রসারণে সহায়ক হবে।

উল্লেখ্য, পৃথিবীব্যাপী সামুদ্রিক প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাওয়া দাতব্য প্রতিষ্ঠান ব্লু ভেনচারের অন্যতম পৃষ্ঠপোষক হলেন, স্কুবা ড্রাইভার কারিন বি সিনিজার।

সংবাদ সম্মেলনে কারিন জানান, এবারই প্রথম নয় এর আগে ১৯৮৭ সালেও তিনি বাংলাদেশে এসেছিলেন।

১৯৯২ সাল থেকে ১০০০ এর বেশি ড্রাইভ করেছেন ৪৯ বছর বয়সী এ নারী ড্রাইভার। একই সঙ্গে তিনি বৃটিশ, সুইস এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ।

(দ্য রিপোর্ট/এআই/একে/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)