না.গঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূর আদালতে মামলা
নারায়ণগঞ্জ সংবাদদতা : জেলার সিদ্ধিরগঞ্জে গণধর্ষণের শিকার গৃহবধূ (২০) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে বুধবার দুপুরে মামলার পিটিশন করেছেন। পরে আদালত পিটিশন মঞ্জুর করে দ্রুত আসামিদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলার পিটিশন করা বাদী গৃহবধূর বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সিআইখোলা এলাকায়। তার স্বামী রিক্সাচালক।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মাজহার জানান, ১০ ফেব্রুয়ারি রাত ৮টায় গৃহবধূ এসও রোডে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মুনলাইট সিনেমা হলের সামনে থেকে বখাটেরা তাকে তুলে নিয়ে যায়। মুনলাইট সিনেমা হলের দ্বিতীয়তলার একটি কক্ষে আটকে রেখে ৮ থেকে ১০ জন বখাটে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকাল ৬টায় গৃহবধূকে রাস্তার পাশে ফেলে দেয়। গৃহবধূ পরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
শাহ মাজহার গৃহবধূর পরিবারের বরাত দিয়ে জানান, ঘটনার পর গৃহবধূ থানায় গিয়ে মামলার কথা বললেও পুলিশ মামলা গ্রহণ করেনি।
মামলার পিটিশনে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হল- মনির, মান্নান, রাসেল, রাজু ও আবদুল কাদের। এ ছাড়া তাদের সঙ্গে আরও পাঁচজন ছিল। আসামিদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ধর্ষণের ঘটনায় আদালতে মামলার জন্য আবেদন করা হয়েছে। থানায় কেউ মামলা করতে আসেননি। পরে বিচারক আমাকে ফোন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএম/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)