রাজশাহী অফিস : ‘বেতার সবার জন্য, সবসময়, সবখানে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে মহানগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মহানগরীতে শোভাযাত্রাটি বের করেন রাজশাহী বেতারের শিল্পী ও কলাকুশলীরা।

মহানগরীর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজিয়েট স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক হাসান আক্তার, সহকারী বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম, আঞ্চলিক প্রকৌশলী মেরাজ উদ্দিন, সহকারী পরিচালক শিউলী রানী বসু, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুল আলম প্রমুখ। এ ছাড়াও কমিউনিটি রেডিও পদ্মা ও মহানন্দার প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)