নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশি তৈরি রিভলবার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে খালি মাঠ থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) শেখ নাসির দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওভোগ মাদ্রাসা এলাকার গাঙ্গুলী বাড়ির পেছনের একটি খালি মাঠ থেকে রিভলবারটি তিনি উদ্ধার করেন।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)