সাতক্ষীরা প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে নিহত বিজিবির সিপাহী একরামুল হকের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠছে আকাশ-বাতাস। চার মাস বয়সী ইরিনা মায়ের কান্না দেখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে; সে কিছু বলতে চায়। একরামুলের বাবা যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মা নাজমিন নাহার ছেলের কথা বলতে বলতে বার বার মূর্ছা যাচ্ছেন।

সিপাহী একরামুল হক। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম চান্দুলিয়ার মফিজুল ইসলাম ও নাজমিন নাহারের ছেলে। অভাবী পরিবারের সন্তান হিসেবে লেখাপড়া বেশিদূর এগোয়নি। এসএসসি পাস করে ছয় বছর আগে তিনি বিজিবিতে চাকরি নেন। সর্বশেষ জয়পুরহাট বিজিবিতে কর্মরত ছিলেন। দুই বছর আগে বিয়ে করেছেন। স্ত্রীর নাম নাজমিন নাহার লিজা। তাদের চার মাস বয়সী ইরিনা নামের একটি কন্যাসন্তান রয়েছে। কথা ছিল, এবার বাড়ি এসে স্ত্রী-সন্তানদের কর্মস্থলে নিয়ে যাবেন। তা আর হল না। এলেন লাশ হয়ে। স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয় বুধবার সকালে। সেলফোনে একরামুল বলেছিলেন, আমি ফায়ারিংয়ে যাচ্ছি।

প্রিয় সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করছেন বাবা মফিজুল ইসলাম আর মা নাজমিন নাহার। আর স্বামীকে হারিয়ে আর্তনাদ করতে করতে সংজ্ঞাহীন হয়ে পড়ছেন স্ত্রী নাজমিন নাহার। সরকারের কাছে তাদের একটাই দাবি, চার মাস বয়সী শিশু ইরিনার সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার যেন দায়িত্ব নেয়।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)