দেলোয়ার হোসেনের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
দ্য রিপোর্ট প্রতিবেদক : তাজরীন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেনের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে সংগঠনটি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় শ্রমিকরা।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এক অগ্নিকাণ্ডে ১ শ’ ২৪ জন শ্রমিক নিহত হন।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘প্রকৃতপক্ষে ঘোষিত মজুরি বাস্তবায়নে মালিকপক্ষ টালবাহানা শুরু করেছে। তারা শ্রমিকদের মজুরি কম দেওয়ার জন্য গ্রেডিং নামিয়ে দিয়ে প্রকৃত গ্রেডিং প্রদান না করে ডিগ্রেডিং করছে। এতে করে শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনা মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। মজুরি আন্দোলনের সময়ে মজুরি কমানোর জন্য মালিক সমিতিগুলো তোলপাড় করলেও বর্তমানে মজুরি ও গ্রেডিং প্রদান বিষয়ে মালিক সমিতি গা ছাড়া ভাব তৈরি করে আছে। যার কারণে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন গার্মেন্টস শিল্প-কারখানায় শ্রমিকরা ঘোষিত মজুরি বাস্তবায়নের আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে।’
গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরির গ্রেড নিয়ে মালিকপক্ষের টালবাহানা বন্ধ করে শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী গ্রেডিং নির্ধারণের মাধ্যমে প্রকৃত মজুরি প্রদানসহ ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, ‘তথ্য অনুযায়ী ২৫-৩০% কারখানা নতুন মজুরি দিয়েছে। অনেক মালিক দিচ্ছি-দেব বলে শেষ পর্যন্ত জানুয়ারি মাসে শ্রমিকদের বর্ধিত মজুরি দেয়নি। আবার খরচ কমানোর অজুহাতে শ্রমিক ছাঁটাই ও নিয়োগ বন্ধ রেখে বর্ধিত মজুরির দাবিতে গড়ে ওঠা শ্রমিক আন্দোলন বন্ধ করার কৌশল নিয়েছে কিছু মালিক। অন্যদিকে ৭৬% মজুরি বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতায় কোটি কোটি টাকার ক্ষতির পরিসংখ্যান দেখিয়ে কারখানার মালিকরা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নিচ্ছে। এর মধ্যে খেলাপি ঋণ পুনঃতফসিলে আইনি বাধ্যবাধকতায় বড় ধরনের ছাড় ও ১% দাম সুদ হারে রফতানি উন্নয়ন সহায়তা ঋণের অর্থ নিচ্ছে পোশাক মালিকরা। এ ছাড়া পোশাক শিল্পের উৎসে কর হার ০.৮% থেকে কমিয়ে নেওয়ার বিষয়টিও সরকারের সঙ্গে মালিকরা জোর তদবির চালাচ্ছে।’
নেতৃবৃন্দ সরকারের কাছে শ্রম আইনের ১০৮ ধারা রহিত করে পিস রেটে কর্মরত শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানান।
পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাহাবুবুর রহমান ইসমাইল, শামীম ইমাম, মীর মোফাজ্জল হোসেন, দীপক রায় প্রমুখ।
(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)