কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে বাসচাপায় নিহত হয়েছেন রমিছা (৯০) নামে এক বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় এ ঘটনা ঘটে। অন্যদিকে প্রায় একই সময়ে কুষ্টিয়া জেলা সদরের হরিশংকরপুরে ট্রাকের ধাক্কায় মারা গেছেন শামিমা আক্তার নামে এক কিশোরী।

কুমারখালী থানা অফিসার ইনচার্জ ও কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, বেলা সোয়া ১টার দিকে রমিছা বেগম কুমারখালী উপজেলার দবির মোল্লাগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে প্রায় একই সময় কুষ্টিয়া থেকে মোটরসাইকেলের পেছনে বসে খোকসার কিশোরী শামিমা আক্তার (১৮) বাড়ি ফেরার পথে হরিশংকরপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেল চালকও সামান্য আহত হন।

পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ায় কুষ্টিয়া মডেল ও কুমারখালী থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এফএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)