পটুয়াখালী সংবাদদাতা : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে পুকুরে ডুবে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে ৮টার দিকে কুয়াকাটা সৈকত সংলগ্ন একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসী। নিহতরা হল- রুমী (৭), হাবিব (৫) ও ফাহিমা (৫)। রুমী ও হাবিব আপন ভাই-বোন এবং ফাহিমা তাদের খালাতো বোন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় মণ্ডল জানান, এক সপ্তাহ আগে ঢাকা থেকে মো. রনি ও আয়শা বেগম দম্পতি তাদের শিশু সন্তান রুমী এবং হাবিবকে নিয়ে কুয়াকাটায় সাতদিন আগে আব্দুল হালিমের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকেলে ওই দুই শিশুসহ আব্দুল হালিমের মেয়ে ফাহিমা খাজুরা অর্কা খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। সন্ধ্যায় অভিভাবকরা তাদের খুঁজে না পেয়ে রাতে পুকুরে জাল ফেলে ওই তিন শিশুর মৃতদেহ উদ্ধার করেন। একসঙ্গে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/বিডি/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)