দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিচালনা পর্ষদের সভার তারিখ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৬ ফেব্রুয়ারি বোর্ড সভা করার ঘোষণা দেয় প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল সময় দিতে না পারার কারণে বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। যে কারণে আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বোর্ডসভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

উল্লেখ, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দল অনুমোদন না দেওয়া পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষ বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারে না।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)