বাগেরহাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যৌতুকের দাবিতে স্বামী গাজী জাহিদুল ইসলাম রানার বিরুদ্ধে স্ত্রী মাসুদা আক্তারকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট সদর হাসপাতাল মর্গে বৃহস্পতিবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
মাকসুদা পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের শেখ মুজিবর রহমানের মেয়ে।
মাসুদার বাবা শেখ মুজিবর রহমান অভিযোগ করে বলেন, গত বছর একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে গাজী জাহিদুল ইসলাম রানার সঙ্গে মাকসুদার বিয়ে হয়। বিয়ের পর থেকে রানা ২৪ হাজার টাকা নিয়েছে। গত বুধবার দুপুর ১২টার দিকে রানা ১০ হাজার টাকার জন্য মেয়েকে আমার বাড়িতে পাঠায়। মেয়ে আমাকে বাড়িতে না পেয়ে তার মাকে ১০ হাজার টাকা দিতে বলে শ্বশুরবাড়ি ফিরে যায়। টাকা না নিয়ে ফিরে যাওয়ায় আমার মেয়েকে মারধার করে রানা।
বুধবার সন্ধ্যায় প্রতিবেশীদের মাধ্যমে মেয়েকে মারধরের সংবাদ পেয়ে মেয়ের বাড়িতে যাই। শ্বশুরবাড়ির লোকজন বলে মেয়ে বিষপান করেছে। তাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে মেয়েকে মৃত দেখতে পাই।
এদিকে অভিযোগ অস্বীকার করে ছেলের বাবা গাজী জাহাঙ্গীর হোসেন বলেন, পুত্রবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, বাগেরহাট সদর হাসপাতালে গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(দ্য রিপোর্ট/এএস/ইইউ/এএস/আরকে/ফেব্রুয়ারি ২০১৪)