চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ৩৭২ বোতল ফেনসিডিল এবং ১৭০ লিটার মদসহ আশরাফ উদ্দীন (৩৮) নামের একজনকে আটক করেছে। আশরাফ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে বৃহস্পতিবার বেলা ১১টার পর চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিব ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৭টার দিকে জীবননগর বিশেষ ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মিন্টু সরকারসহ একদল বিজিবি গোপন সংবাদ পেয়ে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে অভিযান চালিয়ে আশরাফ উদ্দীনকে ১৭০ লিটার ভারতীয় মদসহ আটক করে।

এ ছাড়া ভোর সাড়ে ৫টার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেনসহ একদল বিজিবি সদস্য গোপনে খবর পেয়ে নাস্তিপুর সীমান্তের কাছে একটি ভুট্টাক্ষেতে ওঁৎ পেতে ছিল। এ সময় ৪-৫ জন চোরাচালানিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে ৩৭২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)