কক্সবাজারে সাবমেশিন কার্বাইনসহ ২ ভাই গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ থেকে অটোমেটিক সাবমেশিন কার্বাইন নামের একটি আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) সদস্যরা। এ সময় ২০ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। ঈদগাহের পালপাড়ায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম র্যাব-৭ এর দল এ অভিযান চালায়।
এতে গ্রেফতার হওয়া দুই ভাই হলেন- ঈদগাহ পালপাড়ার অর্ণব চন্দ্র পালের ছেলে রতন পাল (৪০) ও চন্দন পাল (৩৫)।
অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম র্যাব-৭ এর কর্নেল মিফতাহুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অটোমেটিক সাবমেশিন কার্বাইন নামের একটি আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র্যাব থেকে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এসএম/এফএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)