বগুড়ায় দ্বিতীয়বার রহস্যজনক আহত হলেন গৃহবধূ
বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় রহস্যজনক ঘটনায় জিন্নাতুন বেগম (৩৫) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। বর্তমানে ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক ইব্রাহীম আলীর স্ত্রী।
জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখোশধারী এক ব্যক্তি ওই বাড়িতে ঢোকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই জিন্নাতুন বেগমকে হাত-মুখ বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ধারালো বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর স্বামী ইব্রাহীম আলী বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টিকে রহস্যজনক বলে মন্তব্য করে জানান, ভিকটিমকে সুস্থ হয়ে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও ওই গৃহবধূ একই ধরনের ঘটনায় আহত হয়েছিলেন।
(দ্য রিপোর্ট/এএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)