এনএসসির প্রতিভা অন্বেষণের দ্বিতীয় পর্ব
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। প্রতিভা অন্বেষণ কর্মসূচি চলবে ১৫ মার্চ পর্যন্ত। শনিবার কর্মসূচি শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে রবিবার।
পল্টন ময়দানস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বীরেন সিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ।
দ্বিতীয় পর্বের কর্মসূচির আওতায় থাকবে অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, বধির দাবা ডিসিপ্লিনে প্রশিক্ষণ। এতে অংশগ্রহণ করছে প্রথম পর্বে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ হতে বাছাইকৃত প্রতিভাবান ১৭৫ জন ক্রীড়াবিদ।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)