সেমিফাইনালে অমল
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিসের পুরুষ এককে সেমিফাইনালের খেলা নিশ্চিত করেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে অমল ৬-২, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপ্লব রামকে হারিয়েছেন।
ইআরসি ও জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের অন্য কোয়ার্টার ফাইনালগুলোতে উত্তরা ক্লাবের মোফাজ্জল হোসেন ৬-৩, ৬-৩ গেমে আমেরিকান ক্লাবের লক্ষণ লালকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের আরিফ হোসেন ৬-৪, ৬-২ গেমে বৃটিশ হাই কমিশন ক্লাবের আনোয়ার হোসেনকে এবং প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই নরডিক ক্লাবের আলমগীর হোসেন ৬-০, ৬-২ গেমে বিকেএসপির আখতার হোসেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
এদিকে প্রমীলা এককের কোয়ার্টার ফাইনালে বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-২, ৬-২ গেমে বিকেএসপির আয়েশা সুলতানাকে, বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-৪, ৬-৪ গেমে বিকেএসপির সুমা খাতুনকে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছেন। আন্তঃক্লাব দ্বৈতে গুলশান ইয়ুথ ক্লাব ২-০ ম্যাচে পুলিশ ক্লাবকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে।
(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)