বেনাপোল প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৬ নারী-পুরুষকে আটক করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ শিশু, ১০ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।

খুলনা ২৩ বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার শামছুর রহমান দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ-শিশু অবৈধ পথে ভারতে যাচ্ছে- এ সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বাড়ি বরিশাল, বাগেরহাট, পাবনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিজিবির হাতে আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)