দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলা লায়নের এক কোটি টাকার স্ক্র্যাচ কার্ড জব্দ করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় কর ফাঁকির অভিযোগে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, ‘আমদানির কাগজপত্রে স্ক্র্যাচ কার্ডগুলোকে শার্ট-প্যান্ট হিসেবে দেখানো হয়। সন্দেহ হলে যাচাই করে দেখা যায় প্রায় এক কোটি টাকার স্ক্র্যাচ কার্ড। এতে প্রায় ২০ লাখ পিজ স্ক্রাচ কার্ড ছিল। আর এতে ৪০ লাখ পিনকোর্ড ছিল। যাতে আমদানিকারক প্রতিষ্ঠান বাংলা লায়ন প্রায় সাত লাখ টাকার কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

(দ্য রিপোর্ট/এনইউডি/এমসি/আরকে/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)