সেনবাগে কাজী মফিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা কাজী মোহাম্মদ মফিজুর রহমানকে ইতঃপূর্বে দেওয়া বিএনপির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিভিন্ন জাতীয় দৈনিকে বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশিত হওয়ার পর সেনবাগ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার এ সংবাদ পাওয়ার পর নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
দীর্ঘদিন ধরে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সঙ্গে কাজী মোহাম্মদ মফিজুর রহমানের দ্বন্দ্ব চলে আসছিল। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বুধবার স্বাক্ষরিত এক বিবৃতিতে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সংবাদটি প্রচারিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে আগামী ১৫ মার্চ সেনবাগ উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হচ্ছেন শিল্পপতি কাজী মফিজুর রহমান।
(দ্য রিপোর্ট/এইউএম/এমএআর/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)