দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারামের বন্দুকধারীদের হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় দুই গ্রামের ৪৩ জন বাসিন্দা নিহত হয়েছেন। বোকো হারামের বন্দুকধারীরা ওই দুটি গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনাটি ঘটে। এক প্রাদেশিক গভর্নর ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ খবর নিশ্চিত হওয়া গেছে।

ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বোকো হারামের সদস্যরা মঙ্গলবার বোর্নো প্রদেশের কংদুগা ও ওয়াজিরকো নামে দুটি গ্রামে এ হামলা চালায়। এ সময় তারা মসজিদ, বাজার ও সরকারি ভবনসহ শখানেক বসতবাড়ি ধ্বংস করে।

ওয়াজিরকো গ্রামটি ২০০৯ সালে শুরু হওয়া বোকো হারামের বিদ্রোহের মূল উৎপত্তিস্থল। এরপর থেকে উত্তর ও মধ্য নাইজেরিয়ায় এ পর্যন্ত বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

এদিকে মঙ্গলবারের হামলার পর গ্রাম দুটি থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা ভয়ে তাদের বসত বাড়িতে ফিরে আসতে পারছেন না।

বোকো হারাম বলছে, তারা দেশটির মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলে একটি কঠোর ইসলামী শরীয়া আইনভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়।

অন্যদিকে আফ্রিকার সবচেয়ে জনবহুল ও তেল সম্পদে সমৃদ্ধ এই দেশটির দক্ষিণাংশ প্রধানত খ্রিষ্টান অধ্যুষিত। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/সা/ফেব্রুয়ারি ১৩, ২০১৪)