দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার সকালে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে অন্যান্য দিন হরতালে পুরো ক্যাম্পাসে ছাত্রলীগ অবস্থান করলেও এদিন তারা মাঠে নেই।

অন্যদিকে হরতালের সমর্থনেও ছাত্রদলের কোন কর্মসূচি চোখে পড়েনি। ক্লাস বন্ধ থাকার কারণে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাস। কিন্তু পূর্বঘোষিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। তিনি বলেন, হরতাল হলেও আজ কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত শাহবাগ মোড়, কাঁটাবন, নিউমার্কেট, ঢাকা মেডিকেল মোড়ে যান চলাচল অনেক কম। তবে এসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থান করতে দেখা গেছে।

(দিরিপোর্ট২৪/জেএইচ/এমসি/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)